নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ১৮ দফা দাবি নিয়ে জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন কর্মসূচি “অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠনের।
বাঁকুড়া জেলার কয়েকটি ব্লকে খরা পরিস্থিতিতে কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, মজুরদের কাজ সহ বেশ কিছু দাবি নিয়ে আজ “অল ইণ্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠন” ডেপুটেশন কর্মসূচি করে বাঁকুড়া জেলাশাসক দপ্তরের সামনে। দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি।
বিক্ষোভকারীদের দাবি, বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লকে এ বছর বৃষ্টি না হওয়ার কারণে ধান চাষ সেভাবে হয়নি তাই যে সকল ব্লকে ধান চাষ হয়নি সেই ব্লকগুলিকে সরেজমিন তদন্ত সাপেক্ষে ৭ দিনের মধ্যে খরা ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে দাবি তুলে অতিসত্বর তার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি MRP তে চাষিরা যাতে রাসায়নিক সার পায় তার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়াও বেশ কয়েকটি দাবি সহ ১৮ দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি করে অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠনের সদস্যরা। দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা।