নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বকেয়া মহার্ঘ ভাতার দাবীতে বাঁকুড়ায় পঞ্চায়েত কর্মচারীদের জেলাশাসকের দফতরে বিক্ষোভ ।
বকেয়া মহার্ঘভাতা দেওয়া সহ মোট ৮ দফা দাবীতে বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি। আজ বাঁকুড়া শহরে মিছিল করে পঞ্চায়েত স্তরের কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরে যান। সেখানে জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবী দিনের পর দিন মহার্ঘ ভাতা বকেয়ার পরিমাণ বাড়লেও রাজ্য সরকার তা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়নি। এছাড়াও পঞ্চায়েত কর্মচারী ও পেনশনারদের হেলথ স্কীম চালু, পঞ্চায়েত স্তরে শূন্যপদ পূরণ সহ মোট ৮ দফা দাবী জানান যৌথ কমিটির বিক্ষোভকারীরা। অবিলম্বে দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।