রাজ্যের ১০০ দিনের কাজ সহ আবাস যোজনার বকেয়া অর্থের দাবীতে অনড় তৃনমূল কংগ্রেসের রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না কর্মসূচির আজ চতুর্থ দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপালকে তাদের দাবী দাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে হবে এবং তাকে সময় দিতে হবে তাদের বক্তব্য শোনার জন্য।
এব্যাপারে রাজ্যপাল গতকাল তৃনমুল কংগ্রেসের তিনজন প্রতিনিধিকে দার্জিলিং এর রাজভবনে আমন্ত্রন জানিয়েছিলেন। তৃনমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাংবাদিকদের বলেন তিনজন প্রতিনিধি (টিএমসি নেতা) এসেছিলেন আমি তাদের অভ্যর্থনা জানালাম। তারা আমাকে তাদের অভিযোগগুলি উপস্থাপন করেছিলেন যা তারা আমাকে পৌঁছে দিতে বলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমি অবশ্যই এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব, রাজ্যপাল হিসাবে এটা আমার দায়িত্ব।
অবশ্য আজ বিকেল চারটেয় কলকাতার রাজ ভবনে রাজ্যপাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নির্ধারিত হয়েছে। যদিও এই বৈঠক ২০ মিনিটের মধ্যেই অভিষেক ব্যানার্জী ও তৃণমূলের প্রতিনিধিরা বেরিয়ে আসেন রাজ ভবন থেকে। রাজ্যপাল তাদের এই দাবি ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যদিও রাজভবনের সূত্রে ২৪ঘণ্টার কোনো কথা উল্লেখ করা হয়নি। এদিন সন্ধ্যে রাজ্যপাল বোস দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান। এখন দেখার তিনি কি করেন?