বাঁকুড়াঃ ‘ভালোবাসার ৭ এ ৫ এ গৌরবের ৭৫ এ আমরা’ স্লোগানকে সামনে প্ল্যাটিনাম জয়ন্তী দুর্গোৎসব পালনে ব্রতী বাঁকুড়ার রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। গত কয়েক বছর ধরেই জেলা শহরের এই পূজো মণ্ডপ ঘিরে দর্শণার্থীদের একটা আলাদা উন্মাদনা থাকে, এবারও তার ব্যতিক্রম হবেনা, এমনটাই আশাবাদী এই পূজো কমিটির সদস্যরা।
মাত্র ২৫ লক্ষ টাকা বাজেটের এবারের পূজো মণ্ডপেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। বাঁশের কাঠামোর উপর চট, সিমেন্ট সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে ‘ডুব সাগরে কল্পলোক’ থিম ভাবনা ফুটিয়ে তুলতে দিন রাত এক করে কাজ করছেন দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা একদল শিল্পী।
থিম ভাবনা নিয়ে এখনই খোলাখুলি কিছুই জানাতে রাজী নন থিম শিল্পী পৃথ্বীশ সাউ। তবে তিনি বলেন, সমুদ্রের নিচে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ এখনো পৌঁছাতে পারেনি। সেই সব জায়গার ছবি কল্পনা করেই এই থিম ভাবনা রুপায়িত করা হয়েছে বলে তিনি জানান।
রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহ সম্পাদক অনির্বাণ গরাই বলেন, সমুদ্রে বসবাসকারী জীবজগৎ সম্পর্কে আগত দর্শণার্থীদের একটা ধারণা তৈরীর করানোর চেষ্টার পাশাপাশি সমুদ্র দূষণ নিয়েও জনসচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিগত বছর গুলির সমস্ত রেকর্ড ছাপিয়ে এবার পূজোর দিন গুলিতে আরো বেশী মানুষ তাদের মণাডপে হাজির হবেন বলে তাঁরা আশা করছেন বলে তিনি জানান।