গতকাল হাইকোর্টে কামদুনি কান্ডের রায় নিয়ে রাজ্যের সাধারন মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিম্ন আদালতের রায় কে কার্যত খারিজ করে শাস্তি লঘু করায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা কামদুনি সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের মানুষ।
রায় শোনার পর কামদুনির প্রতিবাদী মুখ মৌসূমী এবং টুম্পা কয়াল হাইকোর্ট চত্বরেই কান্নায় ভেঙে পড়েন। এই বিষয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন এই রায়ের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন এব্যাপারে মৌসূমী কয়ালের সাথে তার কথা হয়েছে।
তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ করেন।তিনি বলেন রাজ্য সরকার যদি আগামীকালের মধ্যে মৌসূমী টুম্পাদের নিরাপত্তার ব্যাবস্থা না করেন তাহলে তিনি তাদের জন্য প্রয়োজন হলে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করবেন। এখন রাজ্য বাসীর লক্ষ্য কামদুনি কান্ডের গতি প্রকৃতি কোন দিকে যায়।