ভয়াবহ বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম সহ উত্তর পুর্বের এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতায় বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। প্রবল এই অভুতপুর্ব বন্যা পরিস্থিতি সামালানোই এখন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক এই ক্ষয়ক্ষতি র হিসাব এখনই করে ওঠা সম্ভব নয়, শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১০। প্রচুর নিখোঁজ মানুষের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ২৩ জন জওয়ান রয়েছেন।
সিকিমে তিস্তা র এই বাঁধ ভাঙা বন্যা পরিস্থিতিতে গভীর উৎকন্ঠা প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ। বিপর্যয়ের গভীরতা এতটাই তীব্র যে বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার কার্য স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। প্রতিকূল আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর জওয়ান শুধু নয় প্রচুর সেনাবাহিনীর গাড়িও জলের তোড়ে ভেসে গেছে। এই হড়পা বানের জল নীচের দিকে নামতে শুরু করলে সমতলের বিস্তীর্ণ এলাকায় বিপর্যয় নেমে আসবে। পশ্চিমবঙ্গের সহস্রাধিক পর্যটক সিকিমে আটকে আছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করছেন।