দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের উপর হেনস্তার প্রতিবাদে বিষ্ণুপুর ভগত সিং মোরে পথ অবরোধ তৃণমূলের ।
বাংলায় আবাস যোজনা থেকে বাংলার মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে এবং একশ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সে মতোই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা যখন বিক্ষোভ করছিল তখন দিল্লী পুলিশের তরফে তাদের ওপর হেনস্তা করা হয়েছে এই অভিযোগ তুলে বিষ্ণুপুর ভগৎ সিং মোরে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন তৃণমূল কর্মী সমর্থকরা । বেশ কিছু সময় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দিল্লির ঘটনার তীব্র নিন্দা করেন ।
মহাদেব মাল নামে এক তৃণমূল নেতা জানান , দিল্লিতে যে ঘটনা ঘটানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা তার তীব্র প্রতিবাদ জানাই ।