বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখন প্রায় দুয়ারে এসে উপস্থিত।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখন প্রায় দুয়ারে এসে উপস্থিত। এই উৎসবের কাউন্ট ডাউন শুরুর সাথে কলকাতার বিভিন্ন পূজা মন্ডপে নিরবিচ্ছিন্ন কর্মকাণ্ড চলেছে। চলছে প্রায় শেষ মুহূর্তের কাজ। দেবী পক্ষের সূচনার সাথেই ঢাকের তালে মেতে উঠবে আট থেকে আশি। উৎসবের প্রাক মুহূর্তে এরকমই এক বিখ্যাত পূজোর প্রস্তুতি দেখতে আমরা হাজির হয়েছিলাম উত্তর কলকাতার বিখ্যাত পূজো দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। সাবেকিয়ানা সময়ের সাথে বিবর্তিত হয়ে এখন থিম পুজোর রমরমা। থিমের অভিনবত্ব এবং বৈচিত্রের প্রতিদ্বন্দ্বিতা এখন সর্বত্র। দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট পল্লীবাসীর এবারের থিম খেয়ালখুশী। মুলত ছোটদের ভালোলাগার জন্য ভাবা হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। মন্ডপ কর্মীদের দিনরাত পরিশ্রমে তৈরী হচ্ছে এই মন্ডপ। পরিশ্রম এবং শিল্প ভাবনায় বিষয়ের অভিনবত্বে পূজোর কদিন উত্তরের এই মন্ডপটি ছোট বড় সবারই ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।