নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে দামোদর নদীতে বাড়ছে জলস্তর আতঙ্কিত সোনামুখী র দামোদর তীরবর্তী গ্রামের সাধারণ মানুষরা ।
সুত্র মারফত জানতে পারা যায় , দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার কারণে দামোদর নদীতে বাড়ছে জলস্তর । স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতিমানা গ্রামের সাধারণ মানুষদের মধ্যে । গ্রামে যাতে জল প্রবেশ করতে না পারে সে কারণে তৈরি করা হয়েছে বাঁধ । সোমবার বিকেলে সেই বাঁধ পরিদর্শনে আসেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা । মঙ্গলবার সকালে সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , এরপর আরো জল ছাড়া হলে গ্রামে জল ঢুকবে । ইতিমধ্যেই গ্রামের পাশে সবজি জমিতে জল ঢুকছে । রীতিমতো আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ।