তবে কি এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ কংগ্রেসে? বিষ্ণুপুরের জোর রাজনৈতিক চর্চা সামাজিক মাধ্যমে সাংসদের কিছু ছবি নিয়ে, ঘরের ছেলে ঘরে আসলে ক্ষতি কি? দাবি কংগ্রেসের।
সামাজিক মাধ্যমে কিছু ছবি ঘোরাঘুরি করছে যেখানে দেখা যাচ্ছে পেছনে বড় ব্যানার, তার ওপর জাতীয় কংগ্রেসের হাত চিহ্ন ওপরে বড় বড় করে লেখা “শ্রদ্ধেয় গান্ধীবাদী কংগ্রেস নেতা, স্বর্গীয় তড়িৎ কুমার কোলে মহাশয়ের স্মরণ সভা ও রক্তদান কর্মসূচি, পরিচালনায় সিহর অঞ্চল কংগ্রেস কমিটি” এই ব্যানারের ঠিক নিচে মঞ্চের ওপর বসে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জী সহ অন্যান্য কংগ্রেস নেতারা এবং তার পাশের চেয়ারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ব্যাস লোকসভা ভোটের আগে এই ছবি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করতেই বিষ্ণুপুরের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, এই মোক্ষম সময়ের মোক্ষম জবাব দিতে তৃণমূল কেন পিছুপা হবে?
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্বেন্দু ব্যানার্জি জানান বিগত পাঁচ বছর সাংসদকে এলাকার মানুষ পায়নি যে কারণেই তিনি হয়তো দলীয় টিকিট পাবেন না, যে কারণেই তৃণমূলে যোগাযোগ করার চেষ্টা করেছিল তৃণমূল আবার সবাইকে গ্রহণ করে না, তাই হয়তো তিনি আবার পুরনো দলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। ওটা তো তার পুরনো দল, তার পথচলা তো ওই দল থেকেই শুরু হয়েছিল। তিনি পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি ভাবছেন যে পুরনো দল থেকে সে আবার টিকিট পেতে পারে।
প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন এটা কোন যোগদানের বিষয় নয় প্রবীণ গান্ধীবাদী নেতা তড়িৎ কুমার কোলের স্মরণসভা ছিল সেখানে সাংসদ হিসেবে সৌমিত্র বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ২০১১ সালে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে সৌমিত্র বাবু জাতীয় কংগ্রেসের প্রতীক নিয়ে লড়াই করেছিলেন ওই কোতুলপুর থেকেই। আর কেউ যদি জাতীয় কংগ্রেসের যোগদান করতে চায় তার জন্য সব সময় আমন্ত্রণ রয়েছে, বাড়ির ছেলে বাড়ি আসলে ক্ষতি কি রয়েছে।
সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদরা জানান এই এলাকার একজন বরশিয়ার নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভা ছিল এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে অন্যান্য রাজনৈতিক নেতারা ছিল, আমি তার জন্য তাকে শ্রদ্ধা জানাতে গেছি, এটা কোন অন্যায় নয়, তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন তৃণমূল ক্ষেপে গেছে তৃণমূল দলের সবাই ক্ষেপে গেছে, তাই এই ধরনের কথা বলছে। তবে তৃণমূল কংগ্রেসের কেউ মারা গেলে আমি এখানেও ফুল চড়াতে যাব।