উত্তর ২৪ পরগণা:- স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী খড়দহে পাতুলিয়া এলাকার বটতলা এলাকার ঘটনা। পাপ্পু সাউ বয়স ৩৫ পেশায় টোটো চালক স্ত্রী পূজা মাহাতো বয়স ২৬ আজ সকালবেলা মেয়ে মামার বাড়িতে থাকে সে এসে দরজা ধাক্কা দিতে দেখে বাবা গলায় দড়ি দেওয়া অবস্থায় চলছে মায়ের গলা কাটা এলাকার মানুষ ঘটনাস্থলে আসে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে দুটি মৃতদেহ উদ্ধার করে, কেন স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হলে পাপ্পু সাউ তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য বলেন দরজা বাইরে থেকে ভেজানো ছিল অন্য কোনো কারণও থাকতে পারে তা সম্পূর্ণটা প্রশাসন খতিয়ে দেখছে। মৃত পূজা সাউ এর পাশে একটি চপার পড়ে রয়েছে। ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...