শুক্রবার সকালে মুর্শিদাবাদ নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- প্রতিদিনের মতো আজ সকালেও ঘুম থেকে উঠে আট মাসের নাতনিকে কোলে নিয়ে মর্নিং ওয়াকে বেরোন তার দিদা। গ্রামের রাস্তায় পায়চারী করার সময় রাস্তার পাশের একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে আচমকা। ঘটনাস্থলে দেওয়াল চাপা পড়েন বছর ষাটেকের ওই বৃদ্ধা ও তার কোলে থাকা আট মাসের নাতনিও।
বিষয়টি স্থানীয় মানুষজনের নজরে পড়লে তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গা মন্ডল নামে ওই বৃদ্ধার। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রিয়াঙ্কা মন্ডল নামে ওই শিশুটিকে উদ্ধার করে তৎক্ষনাৎ পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
স্বাভাবিকভাবে আজ সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় দিদা ও নাতনির মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নামে নবগ্রামের রামানন্দপুর গ্রামে।