বেলুড় রেল স্টেশনের আন্ডার পাশে জল জমার সমস্যা দীর্ঘদিনের। গতকালের দুপুরের বৃষ্টিতে এই আন্ডার পাশে এক বুক সমান জল দাড়িয়ে গেছে।
এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটা নিচু হওয়ায় চারদিক থেকে জল এসে এখানে দাড়িয়ে থাকে। কিছুদিন আগে এই বেলুড় রেলওয়ে আন্ডার পাশের রাস্তাটি সিমেন্টিং করে সংস্কার করা হলেও জল জমার সমস্যার কোন সমাধান আজও হয়নি। রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাড়িয়ে আছে।
আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই এখানে কখনো একহাটু, কখনো গোড়ালী সমান জল আর বেশি বৃষ্টি হলে এখানে এক মানুষ সমান জল দাড়িয়ে যায়। এই গুরুত্বপূর্ণ বেলুড় রেলওয়ে আন্ডার পাশের একদিকে বালী পৌরসভা তথা বালী বিধানসভার এলাকা অন্যদিকটা ডোমজুড় বিধানসভার পঞ্চায়েত এলাকা। ফলে এই বেলুড় রেলওয়ে আন্ডার পাশের তলায় জল জমা থাকলে গাড়ি কে অনেকটা পথ ঘুরে বালী লেবেল ক্রসিং হয়ে যেতে হয় ওপারে। আর মানুষ জনকে রেললাইন পেরিয়ে বা উচু রেলওয়ে ওভার ব্রীজ পেরিয়ে ওপারে যেতে হয়। এই দুর্ভোগের কথাই জানালেন স্থানীয় মানুষ জন।স্থানীয় বাসিন্দা শিপ্রা ঘোষ জানান তিনি বেলুড়ে দীর্ঘ ৩৬ বছর ধরে এই সমস্যা দেখে আসছেন।আজ ও এই সমস্যার কোন সমাধান হলো না।