উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের সিপিএম ও টিএমসি থেকে ১৫০ থেকে ২০০ পরিবার যোগ দিলেন বিজেপিতে । তার মধ্যে অন্যতম টিএমসির প্রথম সারির নেতা পলাশ হাউলি।
বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সদ্য দল ত্যাগী নেতারা বলেলেন, প্রধানমন্ত্রীর কাজের উন্নয়নের জন্য আমরা যোগ দিলাম।
বৃহত্তর দল বিজেপি কে আমরা সমর্থন করে আগামী দিনে সুস্থ ভারত গড়তে চাই। পাশাপাশি বলেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তাই বাধ্য হয়ে আমরা তৃণমূলক ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম ২০০ পরিবার ২০০ পরিবার মানে কয়েকশো নেতাকর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করায় বিজেপির হাত শক্ত হলো বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।