মানুষকে ভোট মুখি করতে প্রচার শুরু করল বারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা আজ কাঁচরাপাড়ার বীজপুরে এর শুভ সূচনা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শরদ দ্বীবেদি,এসডিও সৌরভ বারিক। ডি সি নর্থ গণেশ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা।
নির্বাচন কমিশনারের নির্দেশে এই পদক্ষেপ। ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বীজপুর বিধানসভা কে বেছে নেওয়া হয়েছে। পোলিং স্টেশন ভিজিট হবে ,রুট মার্ট হবে, সাধারণ মানুষের মনে আস্থা ফিরে আসুক এটাই লক্ষ্য। ভোট দিতে এলে ভোট গ্রহণ কেন্দ্রে যা যা সুবিধা থাকা দরকার সমস্তটাই আমরা ব্যবস্থা করছি।
ভোটের দিন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিক। গণতন্ত্র মজবুত করতে গেলে সবচেয়ে বেশি ভোটারদের এগিয়ে আসা দরকার। সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন।