বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরে পা দিলেই শরীর যেন পুড়ে যাচ্ছে গরম বাতাসে । কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই। তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের। এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুলে। তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছেন রাস্তায়। তাই এই কষ্টকর অবস্থা থেকে পথচলতি সাধারণ মানুষকে কিছুটা বাঁচাতে অভিনব উদ্দ্যোগ পুলিশের।
তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে এবার পথ চলতি সাধারন মানুষজন এবং গাড়ির চালকদের পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জলছত্র শিবিরের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং চালকদের জলদান শুরু করলেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এই জল দান শুরু করলেন।
জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ৪৪ থেকে ৪৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এই পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই জেলা পুলিশের এই উদ্যোগ। যতদিন না এই তাপপ্রবাহ কমছে এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।