তৃণমূলের mla নেই mp প্রার্থী নেই তাই জ্বালা হয়। পুলিশের সামনে অভদ্র, অসভ্যতামি করে । মহম্মদ জামিল ও মহম্মদ আসিস । তাদের খুব অসুবিধা হয়। ঐখনকার কাউন্সিলার যাদের বিরুদ্ধে 2টি কেস রয়েছে মহম্মদ শামিম কে পুলিশের সামনে মারধর করে। আমি 13 বার প্রার্থী। রাজাবাজারের বিধায়ক ছিলাম নাখোদা মসজিদ, কলুতলার বিধায়ক ছিলাম কখনও শুনিনি। এগুলো করাচ্ছে তৃণমূল প্রার্থী। ইসি কে চিঠি করবো। কপি to ceo, deo, CP, নারকেলডাঙ্গা কে। আমি 29 নম্বর ওয়ার্ডের পুরো প্রচার চালিয়েছি পালানোর লোক নয়। দাঁড়িয়ে মৃত্যুবরণ করবো।
ববির বাড়িতে কতবার সিবিআই ইডি তল্লাশি চালাচ্ছে। মন্ত্রী ছিলাম আড়াই বছর। ইডি ঢুকিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাজাহান এর পাশে দাঁড়িয়েছে। ববির পাশে দাঁড়িয়েছে। আমার পাশে দাঁড়ায়নি। ওর রান্নাঘরের কথা বলেছে। আমার বাড়িতেও তো আছে।
মোস্ট ব্যর্থ মেয়র। ওর সময়ই সব থেকে বেশি unauthorised construction হয়েছে । গার্ডেনরিচ এর ঘটনা রমজন মাসে অনেকে মারা গেল।
ওদের অনেক এজেন্ট দালাল ইডি সিবিআই।
অরুপের ভাই স্বরূপের বাড়িতেও ইনকাম ট্যাক্স গিয়েছিল সেটা নিয়ে বলেছেন। আমার ব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। আমার বাড়ির কাউকে ফোন করেনি।
শুভেন্দু অধিকারীকে ঢাল করে তীর ছুড়েছিলেন সরদা কাণ্ডে। কোনো কিছু কথা বলার আগে ভেবে চিন্তা করে বলেন।
Sondeshkhalir ঘটনা আন্তর্জাতিক ক্রাইম ও চক্রান্ত। ধরা পড়েছে শেখ শাজাহান ও শাগরেদ রা। তাঁদের বয়ানেই nsg হয়েছে।
রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে। রাজ্য পুলিশের কোনো দায়িত্ব নেই তাহলে তো ইডি সিবিআই যে কাজ করছে ঠিকই করছে। কোনো রাজ্য়সরকার কোনো মুখ্যমন্ত্রী ঝগড়া করে না প্রধানমন্ত্রীর সঙ্গে।
মাননীয় আদালত, মাননীয় বিচারপতি দেখবেন দেখা যাক।
যোগ্য়রাই তো চাকরি করেবে কেন? এখানে উল্টো। এখানে যোগ্যরা ধরনা দিচ্ছে। অযোগ্যরা চাকরি করছে। শিক্ষকতার নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন আছে। অন্য চাকরি করুন।
ডিমান্ড করছি অ্যারেস্ট 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর গ্রেফতার করা করছি। 13 বছর ধরে এই করেছ। কংগ্রেসের থেকে সিপিআইএম এর থেকে বড় দল তৃণমূল নয়।
এইরকম প্রায় সব ওয়ার্ডে পাওয়া যাবে । দেখা যাবে। মীনাক্ষীর সততা রয়েছে বলেনি তৃণমূল করেছে। বলেছে তৃণমূল করেছে।
কাউন্সিলরের জ্বালা যন্ত্রণা হয়েছে। ফিরহাদ এর জ্বালা যন্ত্রণা হয়েছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ালে তৃনমূল সহ্য করতে পারছি না।
ববি হাকিমকে নমিনেশন দেয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ি হামলা করেছিল ঢিল ছুড়েছিল।
30-40 বছর ধরে খাটালে করে গুডাম করেছে।