অভিযোগ, সেচ দপ্তরের ৩ বিঘা জমি দখল করে বাড়ি বানানো হয়েছে। অভিযোগ, লোকমান আলি খান নামে স্থানীয় এক বাসিন্দা বাড়ি বানিয়েছেন। তাঁর অবশ্য দাবি, ১১লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছে থেকে ৩ বিঘা জমি কেনেন। সেই জমি সেচ দপ্তরের তা তিনি জানেন না। তিনি জানান, ইতি মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকা তিনি দিয়ে দিয়েছেন।
সম্প্রতি ওই জমিতে থাকা গাছ কেটে ও বেশ কিছু গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি শুরু করেন লোকমান। খবর পেয়ে পুলিশ ও বনদপ্তর ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে। ভেঙে দেওয়া হয় ঘর ।
তীব্র দাবদাহের মধ্যে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পিছনে কারা? কারাই বা এই সরকারি জমি স্ট্যাম্প পেপারেআর মাধ্যমে বিক্রি করছে? সেই প্রশ্ন উঠছে।