এদিন তিনি যোগ্য ও অযোগ্য দুই কাজ হারানো চাকরী প্রার্থীদের হাতে জুতো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ীতে চড়াও হবার নিদান দিলেন। এখানেই শেষ নয় স্বপন মজুমদার আরো কুৎসিত ভাষায় বলেন যাদের চাকরী চলে গিয়েছে আর যারা চাকরী পান নি তাদের সকলকে মুখ্যমন্ত্রীর বাড়ীতে গিয়ে জুতো মারার পরামর্শ দেন তিনি।
পাশাপশি সন্দেশখালি অস্ত্র উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি তোলেন। এদিন অশোকনগর চড়ুইভাতীতে বিজেপির কর্মী সম্মেলনে এসে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ভাবেই সুর চরাতে শোনা যায়। বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের এই অশালীন বক্তব্য শোনার পরেই তীব্র হবে ফেটে পড়েন হাবরা অশোকনগর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। তারা স্বপন মজুমদারের এই ধরনের অশালীন ভাষায় কথা বলার বিরুদ্ধ জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান।