ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল ময়নার বাকচায়।
জানা যাচ্ছে, দীনবন্ধু(ধনঞ্জয়) মিদ্দ্যা আনুমানিক বছর ২২ বয়স। পিতা সুদর্শন মিদ্যা গ্রাম গোড়া মহাল বিজেপির সক্রিয় কর্মী । গত রাত (বুধবার) থেকে ই নিখোঁজ ছিল এই যুবক।কালকে(বৃহস্পতিবার) রাত্রীতে এর খোঁজ মেলে। এদিন মাঝ রাতের সময় একটা পানের বোরজ থেকে পাওয়া ওই যুবকের ঝুলন্ত দেহ। যুবকের গায়ে আঘাতের চিহ্ন আছে । এবং যে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। দেহের বেশ কিছুটা অংশ মাটিতে হাঁটু লেগে আছে ।
বিজেপি নেতৃত্বে র মত এটা একটা পরিকল্পিত খুন। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনো স্পষ্ট নয়।
খবর পেয়ে ময়না থানার পুলিশ এলাকায় পৌঁছলে দেহ উদ্ধার করতে দেয়নি এলাকাবাসি। উল্টে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন।