দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ চলবে। গতকাল ও আজ আংশিক মেঘলা থাকার জন্য দু-এক জায়গায় সামান্য কমেছে তাপমাত্রা। কিন্তু আগামী কাল থেকে এই আংশিক মেঘলা কেটে গিয়ে ফের তাপমাত্রা বাড়বে। যে 2- 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে সেই তাপমাত্রা আবারও বাড়বে। মেঘলা কেটে গেলেই ফের ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আজকেও চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনায়। দু এক জায়গায় । এগারো জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা । পশ্চিম বর্ধমান উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলী পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত।
শুক্রবার ও শনিবার বাড়বে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আজ। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।
দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা।