বাইরে ৪২ ডিগ্রির কাঠফাটা অস্বস্তিকর গরম। তবে সেই গরমকেও হারিয়ে দিয়েছে বিরাট কোহলির আরসিবির রবিবারে কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে ম্যাচ।
প্রথমে টিকিট নিয়ে এতো মাত্রা অতিরিক্ত চাহিদা ম্যাচের আগেরদিন সব সিএবি কর্তাদের ঘরে তালা। বাইরে টিকিট অনুরাগীদের একটা টিকিটের কাকুতিমিনতি । সেই চাপ দুই দলেও আছে কেকেআর যেমন হেরে গেলে বড়ো চাপের মুখে পড়বে তেমনই আরসিবি এই ম্যাচে হারা মানা একপ্রকার প্লে অফ অনিশ্চিত হয়ে পড়া। তাই সাংবাদিক সম্মেলনে কেকেআর পাঠালো বৈভব আরোরার মত আনকোড়া পেসারকে। মিচেল স্টাক ভালো বল না করায় চাপ রয়েছে। আর রাজস্থান ম্যাচে হারের পরে সেই চাপ বেড়েছে তো বটেই। বৈভব বললেন,’ চাপ নেই স্টাক ভালো বল না করায়। যার যেদিন খারাপ থাকবে অন্যজন ভালো করবে। বিরাটের জন্য আলাদা প্লানিং নেই। ওর জন্য পরিকল্পনা থাকবে সবাই মিলে আলোচনা করে করব।গরমে খেলা চ্যালেঞ্জ জানি আগের লখনউ ম্যাচেও গরমে খেলেছি।’ আর দীনেশ কাত্তিক তার পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে বললেন,