বীরভূমের ইলামবাজারে মহাসামারহে উদযাপিত হল রামনবমী উৎসব। এদিন কচি কাঁচা থেকে শুরু করে সর্বধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে রাম নবমী উৎসবটি পালিত করা হলো। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে মানুষ উপেক্ষা না করে আজ রামনবমী উৎসবে পায়ে পা মিলিয়ে গোটা ইলামবাজার পরিক্রমা করে দেখিয়ে দিয়েছে শ্রী রামভক্ত মানুষ জনেরা। এবং ইলামবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল যাতে করে এই উৎসবের দিনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং তার জন্য গোটা ইলামবাজার প্রশাসনের কঠোর নিরাপত্তার চাদর দিয়ে মোরা ছিল।বোলপুর এসডিপিও সাহেব ও ইলামবাজার থানার ওসি নিজে এই মিছিলে নিরাপত্তার তত্ত্বাবধানে বিশেষ ভূমিকায় ছিলেন। এই রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় কমবেশি আট থেকে দশ হাজার মানুষ সামিল হয়েছিলো বলেই জানা যায় এবং শুধু এই বছরেও নয় গত বছরের ঠিক এই একইভাবে মানুষ সামিল হয়েছিল বলে জানা যায়। এবং রামনবমী উৎসবের দিনে কমিটির পক্ষ থেকে প্রত্যেক মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনে আহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।।
রামনবমী উৎসবের কমিটির কর্ণধার সুখদেব বিশ্বাস ও ইলামবাজার ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আপনাদেরকে শোনাবো…