প্রচণ্ড গরমে সকলের হাঁসফাঁস অবস্থা। রবিবার ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে গরমে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে গরমের জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে থাকা হাতির দল জঙ্গলে থাকতে পারছে না। প্রচণ্ড গরমের ফলে বিভিন্ন জঙ্গলে থাকা হাতির দল পানীয় জলের পাশাপাশি খাদ্য সঙ্কটে পড়েছে। সেই সঙ্গে প্রচণ্ড গরমে হাতির দল জঙ্গলে কাবু হয়ে পড়েছে। তাই তারা জঙ্গলের মধ্য থাকা জলাশয়ের মধ্যে আশ্রয় নিচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের বন দপ্তরের পুকুরিয়া বীটের বেনীপুরের জঙ্গলের মধ্য থাকা জলাশয়ে হাতির দল আশ্রয় নেয়। ওই জলাশয় নেমে গা ডুবিয়ে জল কেলি খেলছে হাতির দল। জানা গেছে, বনদপ্তরের কর্মীরা হাতির দল টির উপর নজর দারি শুরু করেছে। দলের মধ্য হস্তি শাবক ও আছে। যেকোনো সময় ওই হাতির দলটি স্থানীয় গ্রামগুলিতে খাবারের সন্ধানে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, জাম্বনী সহ বিভিন্ন এলাকায় জঙ্গলে থাকা হাতির দল প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে রয়েছে। যার ফলে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...