তিনদিন আগে এক মহিলাকে ছুরি মারা হয় বারাসাত নবীনসেন পল্লি এলাকায় । ঠিক একই কায়দায় গতপরশু রাতে বারাসাতের ওই নবীন সেন পল্লীর পাশ্ববর্তী এলাকায় পুনরায় একই কায়দায় আরও এক মহিলার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয় । বারাসাত থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ,স্থানীয় সূত্র,CCTV ফুটেজ,ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে গতকাল রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জ এলাকার বাসিন্দা বছর একচাল্লিশ এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।তবে এই ঘটনার পেছনে আসল কি রহস্য সে বিষয়ে অখনো ধন্দে পুলিশ।তবে এই ঘটনার নেপথ্যে ধৃত কি কারণে এই কাজ করেছিল সে বিষয় তদন্তে পুলিশ।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...