জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় এর সমর্থনে প্রচারে এলেন সন্দেশখালির মহিলারা।মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হলদিবাড়িতে প্রচারে আসেন তাঁরা।
এদিন এখানে ছিলো বিজেপি মহিলা মোর্চার সম্মেলন। ওই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে এক মহিলা বলেন ওই বাহিনীর সদস্যদের কথা না শোনায় তাঁর সারা শরীরে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা।
এখানেই শেষ নয় বেধড়ক মারধর করা হয়েছে। তাঁদের দোকান ভেঙে দিয়ে পথে বসিয়ে দেওয়া হয়েছে। কারোর জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেষে আর সইতে না পেরে তাঁরা প্রতিবাদে নামেন।
প্রসঙ্গত উল্লেখ্য গত ৫ ই জানুয়ারি থেকে সন্দেশখালির ইস্যু নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য সহ দেশ। উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাহাজাহান, শিবু হাজরার গোপন ডেরার কথা। প্রতিবাদ করতে গেলেই পুরুষদের মেরে ফেলার হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু , ৫ ই জানুয়ারি পর থেকে আর চুপ থাকেনি সন্দেশখালির মহিলারা। এবার সেই সন্দেশ খালির নিপিড়ীত মহিলাদের নির্বাচনি প্রচারে হাতিয়ার করেছে বিজেপি।