আহত বাইকে থাকা এক তরুণী।ঘটনাস্থল মাদারওয়াক্স মিউজিয়াম এর কাছে। গত ছয় তারিখ যেখানে দুর্ঘটনা ঘটে তার উল্টো দিকে হলো সোমবার ।
পুলিশ সূত্রে খবর…..
আকাঙ্খা মোড়ের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে একটি বাইক চালিয়ে শ্রীরাম পুরের বাসিন্দা সায়ন্তন বোস (২৬) ও সঙ্গে এক তরুণী যাচ্ছিলো। তাদের আগে একটি সাইকেল যাচ্ছিলো। মাদার ওয়াক্স মিউজিয়াম এর আগে সাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় কোনো ভাবে সাইকেলের হ্যান্ডেলের সাথে আটকে গিয়ে পরে যায়। তিন জন ছিটকে পরে। সাইকেল আরোহী ও তরুণী ডিভাইডার এর ওপর পরে আর বাইক চালক রাস্তার ওপর পরে যায়। পিছনে থাকা বাস ওই বাইক আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনা স্থলে মৃত্যু হয় বাইক চালকের।খবর পেয়ে নিউটাউন ট্রাফিক পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ পৌঁছে আহত তরুণী ও মৃত বাইক চলোককে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।