নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যদি ভোটের কার্ড না নিয়ে আসেন কোনো ভোটের তাহলে 12 টি সরকারি নথিপত্র দেখিয়ে তারা নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। প্রত্যেক পোলিং স্টেশনের বাইরে পোস্টের থাকবে যেখানে এই 12 টি নথির উল্লেখ্য থাকবে বলে জানান তিনি। নির্বাচনী আচরণ বিধি নিয়ে অভিযোগের নিষ্পত্তি হয়েছে 647846 টি । 38127 টি লাইসেন্স আর্মস বাজেয়াপ্ত হয়েছে। 645 টি নাকা পয়েন্ট চলছে। প্রশাসন এবং পুলিসের পক্ষ থেকে 16 মার্চ থেকে আজ পর্যন্ত 241 টি পিস্তল এবং 276টি গুলি। এবং 715 টি বোমা উদ্ধার হয়েছে। 22 টি এজেন্সি 10কোটি 43 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। একই ভাবে মদ মাদক সোনা উদ্ধার হয়েছে। আমাদের সেপেশল অবজারভার এসেছিলেন তার সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বিস্তারিত বিষয় জানতে চেয়ে ছিলাম বলে জানান অরিন্দম নিয়োগী। এখন পর্যন্ত যা নির্দেশ আছে সেই মতন ব্যাবস্থা গ্রহন করা হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা জাতীয় নির্বাচন কমিশন দেখে বলে জানান অরিন্দম নিয়োগী। স্পর্শকাতর বুথ সব সময় পরিবর্তন ঘটিয়ে থাকে বলে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩ জন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয়...