৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় গতবারই জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন। এই নিয়ে দ্বিতীয় বার বইমেলায় অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন । বইমেলার মাধ্যমে একসাথে অনেক মানুষকে সচেতন করা যায়। ১২ দিনের বইমেলায় তাঁদের স্টলে থাকছে ঠাসা কর্মসূচি। উপস্থিত থাকবেন সমাজের নানা পেশার বিশিষ্ট মহিলারা, বিনোদন জগতের পরিচিত মুখেরা। ছাড়াও বর্ধমানের একটি সংশোধনাগার থেকে মহিলা কমিশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা । এছাড়াও আইনজীবী বিচারপতি পুলিশ প্রশাসন, যেকোনো কাজে এচিভমেন্ট করেছে এমন পুরুষ ও মহিলা নির্বিশেষে, ক্যান্সার সার্ভাইভার — বিবিধ ক্ষেত্রে সফল মেয়েরা বলবেন তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন সকলের সামনে। থাকছেন মাধবী মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস উপদেষ্টা অনন্যা চক্রবর্তী সুদেষ্ণা রায়, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়রঞ্জন রাম এর মতো জনপ্রিয়রা। তাঁরা মূলত ভাগ করে নেবেন তাঁদের জীবনের কথা, তাঁদের সাফল্যের কথা। এই কথোকপকথন সমাজে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ও সচেতনতা বাড়াতে উপযোগী হবে বলে আশাবাদী কমিশনের সদস্যরা। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাজের কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বইমেলাকে বেছে নেওয়া হয়েছে, জানান কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩ জন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয়...