ভয়াবহ পথ দুর্ঘটনা দুবরাজপুরের আলমবাবা মোড় সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে।
প্রশানের তরফে বারে বারেই প্রচার করা হচ্ছে নিজে বাঁচুন অপরকে বাঁচান,সাবধানে গাড়ি চালান।
হুঁশ নেই চালকদের। এদিন মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুর থানার আলম বাবা মোড়ে রাণীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা।১৪ নম্বর জাতীয় সড়কে ট্রাক ও বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত এক।দুর্ঘটনায় ট্রাক্টরটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ।