মুখ্যমন্ত্রী বলার পরেও বদলালো না তৃণমূলের হাওড়া জেলার গোষ্ঠী কোন্দল। সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার উপস্থিতিতেও চিত্রটা বদলায়নি। রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ জানিয়ে অরূপ বিশ্বাসকে নালিশ করেন দলের আদি কর্মীরা। পাল্টা মন্ত্রী ঘনিষ্ঠ লবিও অরুপ বিশ্বাসকে নালিশ করেন।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামী ও পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত আজও বহাল। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দুপক্ষের হাতাহাতি। মন্ত্রী মনোজকে ঘিরেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব এই কথা মানতে চায়নি। তারা বলছেন বড় পরিবারে কিছু ভুল বোঝাবুঝি থাকে। সব সমস্যা মিটেও যাবে। তবে আজকের এই ঘটনা শাসকদলের গোষ্ঠী কোন্দল নিয়ে ফের একাধিক প্রশ্ন তুলে দিল। এখন দেখার ২০২৪ সালে এর প্রভাব কতটা পড়ে