ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ভুয়া এপয়েন্টমেন্ট লেটার দিয়ে ৩২ হাজার ৬৩৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিতরে গ্রেফতার এক। নাম বিতন বিশ্বাস। হালিশহরের বাসিন্দা। গ্রেফতার করলে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর শুকদেব সি নামে এক যুবক বিধান নগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে ১৭/০৩/২০২৩ তারিখে একটি ফোন আসে। সেই ব্যক্তি তাকে একটি ব্যাংকে (IDFC FIRST BANK ) এ চাকরি দেওয়ার অফার করে। এর পর ওই ব্যক্তি তার বিশ্বাস অর্জন করে সৌভিক দাস ও সায়ন গাঙ্গুলি নামে দুজনের সাথে যোগাযোগ করতে বলে। এরা দুজনে অফার লেটার দেয়। তার পরিবর্তে ৩২৬৩৯ টাকা হাতিয়ে নেয়। সেই অফার লেটারটি যখন তাদের দেওয়া ঠিকানায় জমা করেন তখন জানতে পারে এই তিন ব্যক্তি ফেক এবং অফার লেটারটি ও ফেক। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে। এর পরই তিনি বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হালিশহর এ তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক বিতন বিশ্বাস কে গ্রেফতার করা হয়। আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে নিজে হেফাজতে নিয়ে এই চক্রে আর কার কার জড়িত আছে সেই তো করবে বিধান নগর সাইবার ক্রাই থানা পুলিশ