সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মতি জানাবেন রাজ্যপাল । কোন বিতর্কে যাবেন না। এপিক্স কোড কি সিদ্ধান্ত দেবে, সেদিকে ও নজর রাখবেন
‘হিংসা বন্ধে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিতে তার উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরাসরি তিনি সংঘাতে জড়িয়েছেন রাজ্য সরকারের সঙ্গে।
রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এই সমস্যা। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র বের করতে বলার কথা বলা হলেও, মামলার মধ্যে দিয়ে বেড়েছে জটিলতা। একদিকে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের টাকায় এই মামলার বিপুল খরচ চালানোর অভিযোগ করছেন অনেকে, ঠিক তখনই আচার্য তথা রাজ্যপালের পক্ষ থেকে এই মামলার খরচ চালানোর জন্য তার অধীনে থাকা ৩১টি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ফান্ড থেকে টাকা দেওয়ার কথা বলা হয়।