গোবরডাঙ্গা থেকে STF হানা গ্রেফতার এক আগ্নেয়স্ত ব্যাবসায়ী, উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়স্ত সহ কার্তুজ।
চারটে সেমি অটোমেটিক রিভালবার,চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করলো এসটিএফ।গোপন সূত্রে খবর পেয়ে এদিন গোবরডাঙ্গা থানার অন্তর্গত গইপুর হাসপাতাল মোড় এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে।এস টি অফিস সূত্রে জানা গিয়েছে, ঠাকুরনগরের দিক থেকে গোবরডাঙ্গার দিকে স্কুটি নিয়ে আসছিল এক ব্যক্তি।এরপরই এস টি এফ এর তরফ থেকে ওই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় সিনেমার কায়দায় ঘিরে ধরে তল্লাশি চালানো হয় আর তখনই উদ্ধার হয় চারটি সেমি অটোমেটিক রিভলবার চারটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলি। এরপরই জামাল মণ্ডল নামে বছর ৪৩ এর ওই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয় এস টি এফ এর তরফে। জানা গিয়েছে জামাল মন্ডল বনগ াঁর এলাকার বাসিন্দা। এর আগেও বহুবার পুলিশের খাতায় নাম উঠেছে তার। এদিন অভিযুক্তকে গ্রেফতার করে এস টি এফ বারাসাত আদালতে নিয়ে যায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করার আবেদন জানিয়ে।গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।