দমদম সাতগাছিতে ফ্ল্যাটের মধ্যে প্রতিনিয়ত নিজের ঘরের বারান্দায় আগুন ধরিয়ে দেয় এক মহিলা আবাসিক । সেই ঘটনার বিষয়ে বলতে গেলেই নিজের গলায় ছুরির আঘাত করে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসনে । ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ ।
দমদম সাতগাছি এলাকায় আনন্দবিহার আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলায় একটি ফ্ল্যাটের বারান্দায় দীপা রায় নামে এক মহিলা নিজেই আগুন ধরিয়ে দেয় কয়েকদিন ধরে । আবাসনের অন্য আবাসিকদের দাবি যেকোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । ঠিক সেরকমই আজকে যখন এরকম ঘটনা ঘটান তিনি, আবাসনের অন্য আবাসিকরা তার ফ্ল্যাটে গিয়ে জানতে চায় কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনদিন । ঠিক সেই সময় আচমকা দীপা রায় ছুরি বের করে ভয় দেখাতে থাকে । পরবর্তীতে নিজের গলায় ছুড়ির কোপ মারে ওই মহিলা। তার স্বামী তাকে বাঁচাতে গেলে তিনিও অল্পবিস্তার আহত হয় ছুরির আঘাতে । এরপর আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে নাগরবাজার থানার পুলিশ এসে ওই মহিলা কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে । নাগরবাজার থানার পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা, যার জেরেই এই ঘটনা ঘটাচ্ছিলেন । ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই আবাসনে । সমস্ত ঘটনা খতিয়ে দেখছে নাগরবাজার থানার পুলিশ, আবাসনের অন্য আবাসিকদেরকেও গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।