নিয়োগের দাবিতে রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা।। শীতের রাতে খোলা আকাশের নিচে চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সারারাত ধরনা দিচ্ছে।। ২০১৫ সালে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও এখনো মেলেনি নিয়োগ।। তারা বারংবার বলেছেন তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে।। আজ তাদের মঞ্চে এসেছেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরন।। পদ্মশ্রী প্রাপক কাজী মাসুম আক্তার।। আইনজীবী কৌস্তব বাগচী।।
চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে অন্যতম আলোর ব্যবস্থা নেই অস্বাস্থ্যকর পরিবেশ অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা।। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচী পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়েন।চাকরিপ্রার্থীদের জন্য বায়ো টয়লেট এর ব্যবস্থা করতে হবে কার্যত তিনি পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন।। এবং তিনি হুঁশিয়ারি দেন যদি পুলিশ ১০ মিনিটের মধ্যে বায়ো টয়লেটের ব্যবস্থা না করেন চাকরিপ্রার্থীদের জন্য তবে তিনি ধরনায় বসবেন রাস্তায়।। পাশাপাশি মহিলা চাকরি প্রার্থীরা বলেন তারা pay and USE TOILET রাত্রির ১১ টার পর ব্যবহার করতে পারছেন না কারণ সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে.. ফলে মহিলা চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েছেন..
।