সন্দেহের বসে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে সাউথ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়
সাউথ ২৪ পরগনা জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায় – সন্দেহের বসে স্ত্রীর গলার নালী কেটে খুন করল স্বামী ।আজ সকালে মিতার বডি উদ্ধার হয় ।মৃতার নাম অপর্না বৈদ্য (২৮)। ঘটনার পরেই পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মগরাহাট এলাকার বাসিন্দা অপর্না বৈদ্য। তার সাথে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সোশাল মিডিয়ায় রিল বানাতেন অপর্না। তার বেশকিছু বন্ধুবান্ধব ছিল। তার জেরেই অশান্তি লেগে থাকত। মাঝখানে কিছুদিন স্বামীকে ছেড়ে পালিয়েও গিয়েছিলেন তিনি। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেনিতে পড়ে ও মেয়েটি নার্সারিতে পড়ে। ছেলে অয়ন বৈদ্য জানায় প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত৷ এদিন সে যখন টিউশান পড়তে যায় তখন এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।