“খাদ্যসাথী” প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করল রাজ্য সরকার উপকৃত কৃষকরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এ রাজ্যে সাধারণ মানুষদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে।সেই প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষ সরকারের সুযোগ সুবিধা পেতে পারে,তার জন্য একদিকে যেমন সরকারি দপ্তরে আবেদন করছে।অন্যদিকে সেই প্রকল্পগুলি মানুষের কাছে আরও যাতে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেদিকে তাকিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়েও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। এবার একটি অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল “খাদ্যসাথী” প্রকল্প আর এই “খাদ্যসাথী” প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রতিটা জেলায় দুয়ারে ক্যাম করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার পক্ষ থেকে।যার ফলে উপকৃত হচ্ছে রাজ্যের কৃষকরা। তার বাস্তবে উদাহরণ মিলল, বসিরহাটের বাদুড়িয়া ব্লকের শায়াস্তানগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠে এদিন সকাল থেকে শিবহাটী, গন্ধব্যপুর,কামারডাঙ্গা,কাটিয়াহাট সহ বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের নিজেদের ধানের বস্তায় করে নিয়ে এসে সরকারে ধান ক্রয় কেন্দ্র শিবিরে এসে ধান বিক্রি করতে পেরে উপকৃত হচ্ছে। কৃষকদের দাবি তারা বাইরের ধান বিক্রি করে কম দাম পেত।এই সরকারি ধান ক্রয় কেন্দ্রের এসে তারা অতিরিক্ত বেশি দাম পাচ্ছে। যার ফলে উপকৃত হচ্ছে কৃষকরা।কৃষকেরা ধানের প্রতি কুইন্টাল ২১৮৩ টাকা করে এবং ২০ টাকা উৎসাহ ভাতা পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা।