ক্রিকেট বিশ্বকাপে ভারতের হারের পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূলের আইটি সেল এর পোস্ট ঘিরে ক্ষোভ শুভেন্দুর
সোমবার তমলুকের শঙ্করআড়ার মিলেনিয়াম সংঘতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর, গতকালই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেই ফাইনালে ভারতের হারের পরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মিম ও পোস্টে ভরে যায়। পোস্ট গুলি তৃণমূলের আইটির বিভিন্ন গ্রুপ এ পোস্ট হতে থাকে, আর এই নিয়ে সরব বিরোধী দলনেতা, তিনি বলেন ভারত তার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি,কিন্তু কিছু মানুষ আছেন যারা এখানে খান এখানে ঘুমোন, এখানেই দাদাগিরি করেন আর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী পোস্ট করেন।এদেরকে উৎখাত করা দরকার,সব হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে,যদিও এই দাবি সম্পূর্ণ নস্যাট করেছে তৃণমূল, তাঁদের বক্তব্য যারা পোস্ট করছেন তারা শুধু আইটি কেন তৃণমূললের কেউ না, তুঙ্গে রাজনৈতিক তরজা