দুর্গাপুর : দুর্গাপুর কাঁকসা বামুনারা শিল্পতালুকের একটি বাঁধে মাছ ধরার জালে উঠলো বিশাল ময়াল সাপ। প্রায় ৫ ফুট দৈর্ঘ্য এবং ৪ কিলো ৫০০গ্রাম ওজনের এই সাপটি। জালে ময়াল উঠার খবর ছড়াতেই বামুনারা গ্রামবাসীরা সাপটি দেখতে ছুটে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বনদপ্তর কর্মীরা। গোপালপুর বন বিভাগ দপ্তর উদ্ধার করে ময়াল সাপটিকে।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...