ডায়মন হারবার শুট আউট কান্ডে মুল অভিযুক্ত গ্রেফতার।
কুলেশ্বরের গুলি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত পরেশ মন্ডল। সাংবাদিক সম্মেলন করে জানালেন ডায়মন্ড হারবারের এস ডিপিও মিতুন দে
তিনি জানান, ঘটনার পর থেকে এলাকায় আত্মগোপন করেছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত পরেশ মন্ডলকে গ্রেফতার করা হয়।
জমি সংক্রান্ত বিপদের জেরে গতকাল রাত্রি বারোটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের ভাগ্নি এবং অন্যান্যদের কাছ থেকে জানা যায় অভিযুক্ত পলাশ তার কাকা এবং কাকা ছেলেকে মারার জন্য উদ্যত হয়েছিল কিন্তু গুলি লাগে তার মামার গায়ে ভাইফোঁটা নিতে তার বাড়িতে এসেছিল তার মামা।