দীপাবলীর রাত্রে শব্দদানব রুখতে নড়েচড়ে বসেছে বসিরহাট পুলিশ জেলা একদিকে মাইকিং প্রচার অন্যদিকে যাতে শব্দবাজি না ফোটা তার জন্য মানুষকে সচেতনতার বার্তা দেন। জানালেন বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার এদিন বসিরহাট প্রাচীন ঐতিহ্য বাহী নবারুণ সংঘের ৬৪ তম পূজন মন্ডপে উদ্বোধন করতে এসে জানান ক্লাবের সভাপতি দিলীপ মজুমদার, সম্পাদক অসময় ভট্টাচার্য, সজল মন্ডল তাদের পাশে দাঁড়িয়ে সতর্কবার্তা দেন বসিরহাট মহাশাসক তিনি জানান ,ইতিমধ্যে ক্লাব সংগঠনমূলক সঙ্গে কথা বলে নিরাপত্তা কঠোর করা কালীপুজোর রাত্রে নিষিদ্ধ শব্দবাজি ফাটালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।সন্ধ্যেবেলা থেকে পুলিশ মোবাইল ভ্যান ইটিন্ডা ও টাকি রোডের বিভিন্ন পয়েন্টে টহল দেবে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় নজরদারি সম্পূর্ণ করা হয়েছে। কোন রকম ভাবে গ্রীন বাজির বদলে শব্দবাজি ঘাটালে তার জন্য কঠোর পদক্ষেপ নেমে পুলিশ প্রশাসন এমনকি জেল জরিমানা দুটোই হবে। এদিনবসিরহাটে ৮০ ফুটের শিবলিঙ্গ নজর কাটছে সন্ধ্যেবেলা থেকে ঢল লেগেছে পুজো মন্ডপে।
বসিরহাটের প্রাচীন ঐতিহ্যবাহী নবারুণ সংঘ এবারে ৬৪ তম বর্ষে ৮০ফুটের উচ্চতার শিবলিঙ্গ এই জেলায় প্রথম তার মধ্যে সতী দেহের ৫১ পীঠ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে কালীপুজোর প্রাক্কালেই শনিবার সন্ধ্যে থেকে ঢল নেমেছে এই থিমের পুজো দেখতে।